আমার বেড়ে উঠা ঢাকার মোহাম্মদপুরে। কখনও বিহারি ক্যাম্প, কখনওবা পুরান ঢাকার বন্ধুদের মাঝেই বেড়ে উঠা। সেই সময়ে বিভিন্ন স্থানীয় ভাষা রপ্ত করি এবং কখনও সখনও সেইরকম আঞ্চলিক মিশ্রনে রম্য লেখার চেষ্টা করি। সৈয়দ মুজতবা আলি এর ভক্ত হবার কারণে এই লেখাগুলিতে তার প্রভাব মারাত্মক। এই লেখাগুলি একেবারেই পরীক্ষামূলক। পাঠকরা কিভাবে গ্রহণ করবে, তা তাদের হাতেই তুলে দিলাম। লেখকের কাজ সৃষ্টি করা। বিচার করার ভার পাঠকের। এই সিরিজের নামকরণ করেছি “বৈঠকি কিসসা” নামে। বৈঠক ঘরে সবাই মিলে যেভাবে আড্ডা ও কিসসা এর গল্প নিয়ে ছেলেবেলায় আড্ডা দিয়েছি মোহাম্মদপুরে। সেই পুরান স্টাইলটি ধরে রাখার একটি প্রচেষ্টা।

বৈঠকি কিসসা এর পরিচয় পর্ব

বৈঠকি কিসসা: কৃত্রিম বুদ্ধিমত্তা শিখতে টাকা লাগে না

বৈঠকী কিসসা: পড়ুয়ার ভান এবং অন্যান্য কিসসা

বৈঠকি কিসসা: হেলিকপ্টারের নতুন ব্যবহার