লিংক: https://www.facebook.com/share/p/1Gjnss2Vbq/

এই যে ভাইসব, দুনিয়ার বাতাসে এখন এআইর গন্ধ! রিকশা থেকে নেমে যদি চশমা মুছা–দেখবা—প্রতিটা মোড়ে মোড়ে এআই নাচতাছে। আপনি কফিশপে চা খান বা গুলিস্তানে ফুটপাতের ডিমের টোস্ট খান, এআই কিন্তু আপনার পিছে পিছে ঘুরতাছে। আর ভাইজানের পকেটে যদি এক টাকাও না থাকে—তাতেই বা কী! এআই শিখার জন্য লাগবো না টিউশনের বাকি মাইনা, লাগবো না ফুপুর সোনার চেইন বন্ধক। এই দুনিয়াত এখন এমন সব টুল ফ্রি যেগুলা দিয়া ফকিরও এআই গুরু হতে পারে—একেবারে হাত-মুখ মুছা ছাড়া!

শুনেন, প্রথমেই ধরেন Perplexity.ai। এইডা স্রেফ সার্চ ইঞ্জিন না, ভাইজান। গুগল যেমন ঘাড় বাঁকাইয়া লিংক ছুঁড়ে দেয়, এইডা তেমন না—প্রশ্ন করলেই হাড়ি-কলস খুলে সব দুধভাত ঢেলে দিবে। রেফারেন্সও দিবে, যেন খালার বাসায় বিরিয়ানি খাইতে গিয়া সঙ্গে পেঁপে আচারও ফ্রি! রিসার্চের নাম শুনলেই যে মাথা ব্যথা ওঠে, এইডা দিলেই পাঁচ মিনিটে মগজ ঠান্ডা, পোলাপানের গায়ের ঘাম শুকনা।

তারপর আছে ChatGPT—ওফ, এই নাম শুনে যদি না চেনেন, তবে আপনি ভাইজান এই গ্রহের লোকই না! এইডা দিয়া কবিতা লিখা থেকে শুরু করে প্রেমপত্র বানানো, কোডিং করা থেকে মামাতো ভাইর জন্য চাকরির দরখাস্ত—সবই এক্কেবারে হুড়মুড়! এমনকি এক কাপ চা খাইতে খাইতে আপনার গার্লফ্রেন্ডের মন জয় করবার জন্য ছন্দ বানিয়াও দিবে। আপনার পকেট ফাঁকা, কিন্তু এইডা তোর মগজের ঘাটে একেবারে ফুল স্পিডে চাল দিবে।

মেটার Llama? শুইনা হাসবে না ভাইজান, এইডা কোন খামারের “লামা” না, কসম! এইডা একখান ওপেন সোর্স এআই বাপকা মডেল। গবেষক হবেন, মডেল বানাইবেন—কেউ টোক দিব না। নিজের ঘরে বসে গেরামি লুঙ্গি পরে লামা ট্রেনিং দিয়া বিশ্ববিদিত হতে পারবেন—এইডা যে কি মজা, বুঝবেন ভাইজান!

গুগল মামাও পিছাইয়া নাই। Google AI Studio এমন জিনিস, কোডিং জানেন না? কিচ্ছু আসে যায় না। দুইটা বাটন টিপ দিলেই ভাইজান আপনেও অ্যাপ বানাইতে পারবেন, চ্যাটবট বানাইতে পারবেন। ভাবেন, হাটের মোড়ের সেলুনের নাপিতোও পর্যন্ত চাইলে নিজের চ্যাটবট বানাই ফেলতে পারে, আর আপনি শহুরে গলির গ্যাজেটবাজ হয়ে বসে থাকবেন? তার উপর Google Cloud-এর ফ্রি API—অনুবাদ কর, ছবি চিন, গলার আওয়াজে নাম বল—সব ফ্রি, যেন গুলিস্তান মার্কেটে সেল লাগছে!

মেশিন লার্নিং শিখতে চান? WEKA নামের পুরান খেলোয়াড় এখনো মাঠে ব্যাট ঘুরায়। বড় বড় ইউনিভার্সিটিতে এত বছর ধইরা দাপট। জটিল ডেটা নিয়া খেলা করতে তোর মাথা ঘুরে গেলেও WEKA দিয়া আপনি একেবারে গুলিস্তান-স্টাইল ফ্লেক্স করতে পারবেন।

শুধু টেক্সট বা ডেটা নয় ভাইরে, সাউন্ড-ভিডিওর জগতে মজাও আছে। Audacity দিয়া গান কাটছাঁট করেন, নয়েজ মাইরা ফেলের, নিজের কণ্ঠে ঝালমুড়ি মশলা দিয়া রিমিক্স বানান—যেন বিয়ের গায়ে হলুদে ডিজে ডাকতে হইলো না। আর Photopea? ফটোশপের হুবহু ভাই, কিন্তু এইডা খালি ব্রাউজারে খুললেই কাজ শুরু। মোবাইল নাড়লেই ছবি সাজবাজ, এক্কেবারে ফ্রি!

Craiyon নামের আরেক টেকের মাস্তান আছে। আপনে শুধু লিখবেন—“ডিম ভাজা চাঁদে”—এইডা মিনিটেই ছবি বানাই দিবে। আপনার স্বপ্নের আঁকিবুকি কাগজে তোলার ঝক্কি নাই—এআই দিয়া হেঁটে-হেঁটে সব আঁকা শেষ। আর Hugging Face? ওরে বাপরে! এইডা এআই মডেল আর ডেটার খোলা হাট। যত রকমের মডেল, তত রকমের পাগলামী, সবই এক ছাদের তলায়।

তো ভাইসব, আর বসে থাইকেন না। টাকাপয়সা নাই তাই বলে মাথার ঝালমুড়ি ভাজা বন্ধ কইরা রাখবা নাকি? ল্যাপটপ খোলের, এই ফ্রি টুলগুলা দিয়া এআই শিখা শুরু করেন। এই ঢাকাইয়া কবি মশকরা আর গলা ফাটাইয়া একদিন বলবা—“এই যে ভাই, দ্যাখো, এআইর পরের কাহিনী এখন আমার কলমে!”

বড়দের কদমবুছি আর ছোটদের আদর দিয়া বিদাই লইলাম এই ঢাকাইয়া কবি- আইজ আজ/রোজ মঙ্গলবার ১৫ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৭ হিজরি তারিখে।