প্রথমেই ধন্যবাদ জানাই, এই সাইটটি ভিজিট করার জন্য!
পরিচয় পর্বটা একটু সেরে ফেলা যাক। উপরেই নামটি দেখে বুঝতেই পারলেও এই নিবেদকের পুরো নাম, মো: মশিউর রহমান। বাবা'র পারিবারিক পরিচয় এর রহমান, এবং মুসলিম হিসাবে মোহাম্মদ সংযুক্ত করে, আমার বাবা আমার নাম রেখেছিলেন। "মশিউর" (Mashiur) নামটি আরবি ভাষা থেকে উদ্ভূত একটি ইসলামিক নাম, যার অর্থ "সুবিখ্যাত" বা "সুপরিচিত"। আমার জন্ম বাংলাদেশের রাজশাহী এর পদ্মাপাড়ে। তাই কবিতাগুলিতে আমি নিজেকে "পদ্মা পাড়ের কবি" হিসাবেই পরিচয় দিই। এছাড়া ঢাকাইয়া কুট্টি স্টাইলেও লেখার একটি ব্যার্থ চেষ্টা করি।
আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলির একটি সংগ্রহশালা বানাবার লক্ষ্যে তৈরি এই সাইটটি। নিম্নে আপনার পছন্দমতন টপিক ক্লিক করে প্রবেশ করুন আমার সংগ্রহশালায়। চলুন যাত্রাটা শুরু করা যাক। হ্যাপি রিডিং...
আমার সাথে ইমেইলে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়