ছেলেবেলা থেকেই লেখালেখি করলেও কখনও বই প্রকাশিত করবো এমন দুঃসাহস কখনও করিনি। তবে করোনা’র সময়ে হাতে একটু সময় পেয়ে যাবার কারণে বই প্রকাশ করার একটি দুঃসাহস মনের ভিতর সঞ্চয় হতে থাকে। আর সেই সাহসটি আরেকটু মাত্রা পায় সাদ ভাইয়ের কারণে। তারই প্ররোচনায় বই লেখার প্রতি উৎসাহিত হই। এরপরে বেশ কিছু বই প্রকাশিত করি। এবং বেশ কিছু বর্তমানে অপেক্ষমাণ।

প্রকাশিত বই